আইসিসির দায়িত্ব ছেড়ে খন্ডকালীন দায়িত্বে বিসিবিতে এসেছিলেন। কয়েক মাসের ছুটোছুটিতে ক্রিকেট নিয়ে কাজ করেছেন বেশ কিছু। সবচেয়ে বড় সাফল্য তার বাংলাদেশ দল নিয়ে কোনও মন্তব্য না করা। শুধু ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমিনুল ইসলাম বুলবুলের।
এবার নির্বাচিত সভাপতি হয়ে সেই পরিকল্পনা করার লম্বা সুযোগ পেলেন সাবেক অধিনায়ক। সোমবার নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন। তাই এবার টি-টোয়েন্টি ইনিংস নয়, টেস্ট ইনিংস খেলবেন।
বিসিবি নির্বাচনের ভোটাভুটি শেষে সংবাদ সম্মেলনে নির্বাচিত সভাপতি জানিয়েছেন, “এটা একটা পথচলার অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমেও পড়ে গিয়েছি। স্বল্প মেয়াদের জন্য এসেছিলাম। সেটাই সবসময়ের পরিকল্পনা ছিল। কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ শুরু করলাম এবং সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোভটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমার দেশকে আরও সার্ভ করার জন্য আমি রয়ে গেছি।”
নতুন পরিচালনা পরিষদ ঠিক হওয়ার পরপর সোনারগাঁ হোটেলে প্রথম সাধারণ সভায় বসেন বুলবুল-ফারুকরা। যেখানে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের সাফল্য উদযাপন করতে কেক কাটেন তারা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় আবার শুরু হবে এই সভা।
মঙ্গলবারের সভাতেই নতুন করে পরিচালকদের মধ্যে বিভাগ বন্টন করা হবে। আইসিসির দায়িত্ব ছেড়ে বাংলাদেশ ক্রিকেটে আসা নতুন প্রেসিডেন্ট তার নতুন দায়িত্বে পারিশ্রমিক নেওয়া না নেওয়া ইস্যুতে বলেছেন, “ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ সবসময় সম্মানের (বিনা পারিশ্রমিকের) ছিল। সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি। (আইসিসির) চাকরি আমি ছেড়ে এসেছি। তাই সেটা নিয়ে আর ভাবছি না। এখন ফোকাস শুধু বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া।”