Beta
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

বুধবার রাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : বাসস
বুধবার রাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : বাসস
[publishpress_authors_box]

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া ও মোনাজাতে শরিক হন তিনি।

বাসস জানিয়েছে, বেগম খালেদা জিয়া বুধবার রাত ১১টার দিকে রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সেখানে দোয়া ও মোনাজাত শেষে রাত ১১ টা ২০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশে রওয়ানা হন তিনি।

বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন ছিলেন। এসময় কড়া নিরাপত্তার মাঝেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত