Beta
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

পথ হারানো লিটনদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

1
[publishpress_authors_box]

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতেও লিটন দাসের দল ছিল ফেবারিট। বিশেষ করে ক্যারিবিয়ানরা বাংলাদেশে আসার আগে নেপালের কাছে হারায় চড়ছিল আশার পারদ। সেটা ফুটো হতে সময় লাগেনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে শেষ ম্যাচটা লিটন দাসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই বাংলাদেশ হারেছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং-ব্যর্থতায়। হঠাৎ ধসের রোগ আবারও জেঁকে বসেছে দলে।

সেট ব্যাটাররা গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে চাপ বাড়াচ্ছেন দলের। খেলছেন একের পর এক ডট বল। প্রথম টি-টোয়েন্টিতে ১২০ বলের মধ্যে ৪৮টি ডট বল খেলেছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সংখ্যাটা ছিল ৪৮!

মাঝের ওভারগুলোতে ডট বল বেশি খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭-১৫ পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা খেলেছিলেন ১৭টি ডট বল, রান করেছিলেন ৬৯। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০টা ডট বলার পাশাপাশি রান করেছেন ৬৩। এই ডট বলের ধাঁধার উত্তর মেলাতে না পারলে হোয়াইটওয়াশ এড়ানো কঠিন।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ২০২৫ সালে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা দল বাংলাদেশ। এর পরে আছে শুধু আফগানিস্তান। ২৬ ম্যাচ খেলা বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট ১২৫.৯৪ আর ১২ ম্যাচ খেলা আফগানিস্তানের ১২৫.০১।

আগামী ফেব্রুয়ারি–মার্চের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আর মাত্র চারটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি। এই সময়ে ব্যাটাররা নিজেদের খুঁজে না পেলে ভাবনা বাড়বে বাংলাদেশেরই।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত