Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আবার সভাপতি হতে চান না বুলবুল কিন্তু…

b1
[publishpress_authors_box]

আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বোর্ড পরিচালক হিসেবে কী থাকবেন আমিনুল ইসলাম বুলবুল? যদি থাকেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হতে যাওয়া বোর্ড নির্বাচনে সভাপতি হওয়ার সম্ভাবনাও থাকছে তার। এমন গুঞ্জনই রটেছে ক্রিকেট পাড়ায়।

আমিনুল ইসলাম বুলবুল অবশ্য এই গুঞ্জনে বেশ অবাক। একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বিসিবির পূর্ণকালীন সভাপতি হওয়ার কোনো ইচ্ছা তার নেই, ‘‘পূর্ণ মেয়াদে আবার সভাপতি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কেউ এটা নিয়ে আমার সঙ্গে কোনো কথাও বলেনি। একদমই বুঝতে পারছি না যে কোনো কথাবার্তা ছাড়া কী করে এরকম একটা খবর বাজারে ছড়িয়ে পড়ল।’’

কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছিল এনএসসি কোটায় আবার পরিচালক হয়ে সভাপতি হবেন বুলবুল। অথচ ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে বুলবুল জানিয়েছিলেন অল্প মেয়াদে টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা। সভাপতি হতে চাইলে সেটা হয়ে যাবে টেস্ট ইনিংস।

এমন কোনো ইচ্ছা না থাকার কথাই জানালেন বুলবুল ‘‘আমি সিক্স-এ সাইডও খেলতে আসিনি। টেস্ট কিংবা ওয়ানডে খেলতে আসিনি। আমার যেটা খেলার সেটা খেলে চলে যাব। … এখন তো মনে হচ্ছে আমি অচেনা শত্রুর খপ্পরে পড়েছি। আমি জানি না, চিনি না অথচ তারা দিব্যি পরিবেশন করে যাচ্ছে আমার আবার সভাপতি হওয়ার খবর…যে বা যারা এটি করছে তাদের উদ্দেশ্য সৎ নয়।’’

তাহলে অক্টোবরেই শেষ হচ্ছে বিসিবি সভাপতি হিসেবে বুলবুলের মেয়াদ? এমন প্রশ্নে আবার হেসে রহস্যমাখা উত্তর দিয়েছেন বুলবুল, ‘‘সময়ই বলবে। দেশে ব্যক্তিগত কাজে এসে বিসিবি সভাপতি হয়ে গেলাম। জানতামই না যে এরকম কিছু ঘটবে। সামনে কী ঘটে, দেখা যাক না।’’

অর্থাৎ ধোঁয়াশাটা রেখে দিলেন বুলবুল নিজেও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত