Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

১৭ বছর পর ডারউইনে ক্রিকেট ফেরার ম্যাচে ১৭ রানের জয় অস্ট্রেলিয়ার

৮৩ রানের ইনিংস খেলেছেন টিম ডেভিড। ছবি : এক্স
৮৩ রানের ইনিংস খেলেছেন টিম ডেভিড। ছবি : এক্স
[publishpress_authors_box]

বাংলাদেশের স্মৃতিধন্য ভেন্যু ডারউইন। এখানে খেলা ৭টি আন্তর্জাতিক ম্যাচের ৫টিই খেলেছে বাংলাদেশ। সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের পর আর আন্তর্জাতিক ম্যাচ হয়নি এখানে। ১৭ বছর পর সেই ডারউইনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দিয়ে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট।

১৭ রানের জয়ে সিরিজের প্রথম টি-টোয়োন্টি জিতে ডারউইনে ক্রিকেটের প্রত্যাবর্তনা স্মরণীয় করল স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ১৭৮ রানের জবাবে প্রোটিয়ারা থামে ৯ উইকেটে ১৬১ রানে। এই ভেন্যুতে খেলা ৭ ম্যাচের ৭টিই জিতল অস্ট্রেলিয়া।

ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রাম। আগে ব্যাট করে ২০ ওভারে ১৭৮ রানে অল আউট হয়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৮৩ রান করেন টিম ডেভিড।

একটা সময় ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ছিল তারা। তবে ডেভিড একটা প্রান্ত আগলে ৫২ বলে ৪ বাউন্ডারি ৮ ছক্কায় ৮৩ করে স্কোরটা নিয়ে যান ১৭৮-এ। দুইবার জীবন পেয়েছিলেন তিনি। সেটা কাজে লাগাতে না পারার মূল্যই দিয়েছে প্রোটিয়ারা।

ক্যামেরন গ্রিন ১৩ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। কোয়েনা মাফাকা ৪ ওভারে মাত্র ২০ রানে নেন ৪ উইকেট। কাগিসো রাবাদা দুটি ও লুঙ্গি এনগিদি, জর্জ লিন্ডে ও সেনুরান মুথুস্বামী নেন একটি করে উইকেট।

জবাবে ওপেনার রায়ান রিকেলটন ৫৫ বলে ৭৭ করলেও অন্যদের ব্যর্থতায় পেরে উঠেনি দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবসের ২৭ বলে ৩৭ রানের ইনিংসও যথেষ্ট ছিল না। ৩টি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও বেন ডারসুইস।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত