Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বগুড়ায় ১৬ বছর পর ক্রিকেটের ফেরা জয়ে উদযাপন বাংলাদেশের

১০১ রানের ইনিংস খেলেন কালাম। ছবি : বিসিবি
১০১ রানের ইনিংস খেলেন কালাম। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

বগুড়ায় একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট হত নিয়মিত। তবে সবশেষ ১৬ বছর রাজনৈতিক কারণে শহীদ চান্দু স্টেডিয়ামে দেখা মেলেনি আন্তর্জাতিক ম্যাচের। সেই অতৃপ্তি মিটল আজ। আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে দিয়ে এই ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ১৬ বছর পর।

আর ক্রিকেটের এই ফেরাটা জয় দিয়ে স্মরণীয় করেছেন বাংলাদেশের যুবারা। আলোকস্বল্পতায় ডিএলএসে আফগানদের তারা হারিয়েছে ৫ রানে।

ইকবাল হোসেন ইমন ৫ উইকেট নিলে আফগান যুবারা ৫০ ওভারে থেমেছিল ৯ উইকেটে ২৬৫ রানে। জবাবে ৪৬ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৩১। আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয় তখন। ডিএলএসে সে সময় বাংলাদেশ এগিয়েছিল ৫ রানে। । কালাম সিদ্দিকী খেলেছিলেন ১১৯ বলে ১০১ রানের ইনিংস।

৫৭ রানে ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। ছবি : বিসিবি

বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি । ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জাওয়াদ আবরার। ৭ বলে ১০ রান করেন এই ওপেনার। তিনে নেমে ব্যর্থ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৫ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। ওপেনার রিফাত বেগ ভালো শুরু পেলেও ফিরেছেন ৩০ বলে ২৬ রান করে। দলীয় ৬০ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর হাল ধরেন রিজান ও কালাম।

চতুর্থ উইকেট জুটিতে রিজান-কালাম মিলে যোগ করেন ১৩৯ রান। সেঞ্চুরি তুলে নেন কালাম। ১১৯ বলে ১০১ রান করে কালাম ফিরলে ভাঙে এই জুটি। তার ইনিংসে বাউন্ডারি ছিল ১১টি। আলোস্বল্পতায় খেলা বন্ধের সময় রিজান হোসেন অপরাজিত ছিলেন ৯৬ বলে ৭৫ রানে।

এর আগে উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ১৩৭ বলে ১৪০ রানের ইনিংসে ২৬৫ রানের পুঁজি পেয়েছিল আফগানরা। ১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত