Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে রিশাদ, টেস্টের এক নম্বর ব্যাটার রুট

j0e root1
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে এই লেগ স্পিনার এখন ১৭নম্বরে যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। গত বছর  ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেও একবার ১৭ নম্বরে উঠেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার।

ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। এরই পুরস্কার হিসেবে উঠে এলেন ১৭ নম্বরে। ২৩তম জন্মদিনের এক দিন পর এই সুখবর রিশাদের জন্য ‘জন্মদিনের উপহার’।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ। ৪৮২ রেটিং নিয়ে তিনি আছেন ৫৭ নম্বরে। আগের অবস্থান ২৬ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৯ তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

লর্ডস টেস্ট শেষে ব্যাটিংয়ে এক নম্বরে উঠে এসেছেন জো রুট।

ডাম্বুলায় ৭৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে।

লর্ডস টেস্ট শেষে ব্যাটিংয়ে এক নম্বরে উঠে এসেছেন জো রুট। ১০৪ ও ৪০ রানের দুটি ইনিংস খেলে ৮৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রুট। এ নিয়ে অষ্টমবার শীর্ষে উঠে এলেন ৩৪ বছর বয়সী রুট। ২০১৪ সালে ৩৭ বছর বয়সে এক নম্বর হয়েছিলেন কুমার সাঙ্গাকারা। এরপর রুটের চেয়ে বেশি বয়সে আর কেউ পৌঁছাতে পারেননি শীর্ষে।

স্যাবাইনা পার্কে  ৯ রানে ৬ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই ১০ম স্থানে আছেন। শীর্ষ দশে পাঁচ বোলারই অস্ট্রেলিয়ান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত