Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও ১০ নম্বরে বাংলাদেশ

bd5
[publishpress_authors_box]

বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। সেই ফরম্যাটে আবারও আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেল মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়াডেতে ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা।

এই জয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হারলেও রেটিং পয়েন্ট ৭৮-এই থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তাই সহসা ৯ নম্বরে উঠে আসা হচ্ছে না বাংলাদেশের।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ছিল বৃষ্টিবিঘ্নিত। প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১।

৬ বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে তারা।

রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের দৃঢ়তায় ১০ বল আগেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্থানটা ফিরে পায় তারা। আর পাকিস্তান চার থেকে নেমে গেছে পাঁচ নম্বরে। সিরিজের শেষ ম্যাচ জিতলেও ৫ নম্বরে থাকবে পাকিস্তান।

এ বছরের ৫ মে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৬ সালে এত নিচে ছিল দলটি। শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হারিয়ে মিরাজের দল উঠে এসেছিল ৯-এ। সেই অবস্থানটা ধরে রাখা গেল না বেশিদিন।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১ নম্বরে। ২০০৫ সালের আগস্টে প্রথমবার কেনিয়াকে টপকে ১০ নম্বরে উঠে আসে বাংলাদেশ।

এরপর ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে পৌঁছে ৯ নম্বরে। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ উঠে যায় র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত