এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এর আগে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানের বিপক্ষে খেলল বাংলাদেশ।
সেই লড়াইয়ে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। দুটি গোল বাতিল না হলে জয়ের ব্যবধান ৪-০ হতে পারত বাংলাদেশের। অপর সেমিফাইনালে ভারত-নেপাল ম্যাচের জয়ীর বিপক্ষে ফাইনালে খেলবে লাল সবুজের দল।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ গোলদুটি পেয়েছে প্রথম চার মিনিটেই। আসলে এক মিনিটের ব্যবধানে আসে দুই গোল। তৃতীয় মিনিটে প্রথম গোলটি অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। চতুর্ত মিনিটে অপর গোলটি করেন অপু রহমান। দুটি গোলই হয়েছে পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাকের ভুলে।
তৃতীয় মিনিটে ভুল থ্রোয়ে রাজ্জাক বল তুলে দেন অপুর পায়ে। তার পাস পাকিস্তানের এক ডিফেন্ডারের পা হয়ে চলে যায় অন্য প্রান্তে থাকা ফয়সালের কাছে। ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন ফয়সাল।
পরের মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে অপুর দারুণ শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভস ফাঁকি দিয়ে জড়ায় জালে। ১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক। তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাঁশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।