Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই

দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ নারী ফুটবল দল।
[publishpress_authors_box]

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। এমন একটা সমীকরণ সামনে রেখে লাওসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে চোখে চোখ রেখেই লড়াই করছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গোল শোধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের প্রথমে বাংলাদেশের গোলটি করেন তৃষ্ণা রানী সরকার। পরে কোরিয়ার লি হাউন গোল শোধ করেন।

ম্যাচের প্রথম ২০ মিনিট দেখে মনে হয়নি যে কোরিয়ার বিপক্ষে ভয় পাচ্ছে বাংলাদেশ। বরং চোখে চোখ রেখে লড়াই করেছে। বল পজিশনেও শুরুর দিকে এগিয়ে ছিল বাংলাদেশই।

৪ মিনিটেই কর্ণার পায় বাংলাদেশ । কিন্তু শান্তি মারডি কর্নার শট নিলেও গোল হলো না। এরপর ১৪ মিনিটে তৃষ্ণা বল নিয়ে বক্সে ঢুকেও গতি সামলাতে না পেরে পড়ে যান।

বাংলাদেশ আক্রমণে আক্রমণে দিশেহারা করে দেয় ততক্ষণে কোরিয়াকে। সেই আক্রমণের ফলে প্রথম গোল পায় ১৫ মিনিটে। তৃষ্ণার গোলে তখন এগিয়ে যায় বাংলাদেশ। কোরিয়ার এক ডিফেন্ডারকে বিট করে শান্তি মার্ডি বল বাড়িয়ে দেন তৃষ্ণার কাছে। শুরুতে কোরিয়ার গোলরক্ষক চেষ্টা করেন ফিস্ট করতে। বল হাত ফসকে বেরিয়ে যায়। এরপর সেই বলে প্লেসিংয়ে সুযোগ সন্ধানী তৃষ্ণা করেন ১-০।

গোল খেয়ে কোরিয়া সেটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে। এরপর ২০ মিনিটে কোরিয়া গোল পরিশোধ করে দেয়। প্রতি আক্রমণ থেকে বক্সে ঢুকে লি হাউন করেন ১-১।  

২৪ মিনিটে কোচ পিটার বাটলার শান্তি মারডিকে তুলে নেন। তার বদলে বন্যাকে নামালেন। ৩০ মিনিচে যুথীকে তুলে নিয়ে পূজা দাসকে নামান। মূলত আক্রমণে আরও ধার বাড়াতেই এই কৌশল বাটলারের।   

গত দুই ম্যাচে বাংলাদেশের রক্ষণকে এত পরীক্ষার মুখোমুখি পড়তে হয়নি। কিন্তু এই ম্যাচে বারবার রক্ষণে ঢুকেছেন কোরিয়ার ফরোয়ার্ডরা।

৩৭ মিনিটে আবারও কর্ণার পায় বাংলাদেশ। কিন্তু সেই কর্ণার থেকে কোনও গোল হয়নি।

এই ম্যাচ দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন গ্যালারিতে। তাদের হাতে ছিল বাংলাদেশের পতাকা। এবং ভুভুজেলা বাজিয়ে আফঈদাদের সারাক্ষণ উৎসাহ দিয়ে গেছেন।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দল আট গ্রুপে খেলছে। আট গ্রুপের চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা তিন রানার্স আপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে।

বাংলাদেশ খেলছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া থাকলেও টেবিলে সুবিধানজক অবস্থানে বাংলাদেশই। এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ ও কোরিয়া দুই দলেরই সমান ৬ পয়েন্ট। গোল ব্যবধানও সমান ১০। এই ম্যাচ যদি ড্র হয় তাহলে বাংলাদেশই এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে। এবং চলে যাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। তবে সে যাই হোক না কেন দক্ষিণ কোরিয়া নারী ফুটবলে বড় পরাশক্তি। এই দলের সঙ্গে চোখে চোখ রেখে প্রথম ৪৫ মিনিট লড়াই করাটাও অনেক বড় ব্যাপার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত