জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল জিম্বাবুয়েকে। টানা দুই জয়ের পর মুদ্রার অপর পিঠটা দেখলেন যুবারা। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় ১৭৫ রানে। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। আরমার ম্যানাক করেন সর্বোচ্চ ৫৭ রান। ৪১ রান আসে জেসন রোলেসের ব্যাট থেকে।
২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ করেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৫ ওভারে ১৭৫ (আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭; রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১)।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৬.৫ ওভারে ১৭৬/৫ (ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯; ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।