এশিয়া কাপের মাঝেই বাংলাদেশ সফরের সূচি জানাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ম্যাচের তারিখ ঠিক হলেও ভেন্যু অবশ্য চূড়ান্ত হয়নি এখনও। বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ৩০ অক্টোবর। সিরিজ শেষ হবে ১ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে।
এর আগে শারজাতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
শারজায় নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার পর অক্টোবরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ দুটি হবে আহমেদাবাদ ও দিল্লিতে। এরপরই তারা আসবে বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে খেলার পর নিউজিল্যান্ডে যাবে তারা। খেলবে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট।
২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষবার খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তাদের দেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।