বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের কয়েক ঘণ্টা পরই বদলে গেলেন একজন পরিচালক! বিতর্ক আর নাটকীয়তায় ভরা নির্বাচনে দাগ লাগল তাতে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল।
ইসফাককে পরিচালক মনোনয়ন দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ইসফাক। অবশ্য হেরে গিয়েছিলেন মোফাজ্জেল হোসেন চৌধুরীর (মায়া) কাছে। যুবলীগের সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসফাকের শুভেচ্ছা জানানোর কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জুলাই বিপ্লবের অন্যতম অগ্রপথিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
সমালোচনার মুখে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদ থেকে বাদ পড়লেন ইসফাক। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ইসফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকাল সকালেই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে। উনার ব্যাপারে আগে এতটা খোঁজখবর নিইনি। আসলে আমাদের ডিটেইলসটা নেওয়া উচিত ছিল।’’
এবারের বিসিবি নির্বাচন শুরু থেকেই ছিল সমালোচিত। সরকারের হস্তক্ষেপের অভিযোগে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবালসহ একাধিক প্রতিদ্বন্দ্বি। ১৫টি ক্লবের ভোটে থাকা না থাকা নিয়ে কয়েকবার যেতে হয়েছে আদালতে। এরই মাঝে ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক ২৪ ঘণ্টার মধ্যেই বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিল।