সাজানো চিত্রনাট্য, পরিকল্পিত ছক অনুসরণ করে পাতানো নির্বাচনই হত বিসিবিতে। নাজমুল হাসান পাপান সরে গেলেও এবারও হচ্ছে প্রায় একই রকম নির্বাচন, যা শুরু হয়েছে আজ।
রাজধানীর পাঁচ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ভোট শুরু হয়েছে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা তিনটি ক্যাটেগরিতে পরিচালক হবেন ২৩ জন। বাকি দুজন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সন্ধ্যায় ফল ঘোষণার পর পরিচালকদের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে আজই। ফল জানা যাবে রাত ৯টায়।
বিসিবি নির্বাচন ঘিরে যা ঘটেছে, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। এবার নির্বাচন ঘিরে যতবার আদালতপাড়ায় যেতে হয়েছে সংগঠকদের, এটা বিরল ঘটনা। বিশেষ করে ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে যা হলো, সেটিও বিরল। সব ক্লাবের ভোটাধিকার বহাল থাকবে। মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে হাইকোর্ট বিভাগে। আপিল বিভাগ সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনে আর কোনো বাধা নেই।
শুরুতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও ধীরে ধীরে সেটা কমে গেছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থী। পরে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান আরও চার প্রার্থী।
অভিযোগ আছে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটিতে শেষ মুহূর্তে বদল এনে ক্রীড়া উপদেষ্টার পছন্দের ব্যক্তিদের বিসিবির কাউন্সিলর করা হয়েছে। এ ছাড়া ক্লাব কাউন্সিলরদের ভয়ভীতি দেখানোর অভিযোগও আছে। নির্বাচনের গতিপথেই পরিষ্কার আমিনুল ইসলাম বুলবুলই আবার হতে যাচ্ছেন বিসিবির সভাপতি।
গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে বিসিবির সাধারণ পরিষদের ১৯২ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ২৫ জন পরিচালক। নরসিংদী জেলা থেকে কেউ না থাকায় এবার কাউন্সিলর ১৯১ জন। কাউন্সিলর ১৯১ জন হলেও পাঁচটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাওয়ায় আজ ভোট দেবেন ১৫৬ জন। তবে ভোটে শেষ পর্যন্ত কতজন ভোটার সশরীর হাজির থাকেন, সেটি কৌতূহলের বিষয়। আদালতের রায়ে শেষ বেলায় বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরদেরও ভোট দেওয়ার পথ খুলেছে। তাতে ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর ইফতেখার রহমানের সুযোগ তৈরি হয়েছে পরিচালক পদে নির্বাচন করার। তিনি আজ সকালে ভোটও দিয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা মিলিয়ে ক্যাটাগরি-১ এর ৭১ জন কাউন্সিলর নিজ নিজ বিভাগ থেকে নির্বাচিত করেন মোট ১০ জন পরিচালক। ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলদের ভোটে ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ১২ পরিচালক। ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটার ও অধিনায়ক, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন একজন পরিচালক। বাকি দুজন পরিচালক আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। এই ২৫ জন পরিচালক প্রথম বোর্ড সভায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন।