একের পর এক নাটক চলছে বিসিবি নির্বাচন ঘিরে। মনোনয়ন প্রত্যাহারের ২৪ ঘণ্টা না যেতে নাটকের আরেক মোড়। আজ হঠাৎ বিসিবিতে হাজির বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে মনোনোয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থী রফিকুল ইসলাম, মির্জা ইয়াসির আব্বাস ও আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান।।
নির্বাচন পেছানোর দাবিও করেছেন রফিকুল ইসলাম। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো আর সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি। যদিও বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি নামের কিছু নেই।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্রীড়াঙ্গনের অভিভাবক উল্লেখ করে গণমাধ্যমে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল বললেন, ‘‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠকেরা অনুপুস্থিত। আমরা চাই, তাঁরা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা। এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’’
তামিম ইকবালসহ অন্যরা কী রফিকুলের দাবির সঙ্গে একমত? রফিকুল বললেন, ‘আমাদের ক্রিকেটেদের স্বার্থে সবার তরফ থেকেই কথাটা বলছি। এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি (নাম প্রত্যাহার)। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নির্ধারণ (নির্বাচনের তারিখ) করা হোক। কয়েকটা প্রস্তাবনার মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’’
বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা বাতিলের শেষ সময়। সকালেই বিসিবিতে হাজির হয়ে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন সবমিলিয়ে ১৬ জন। তারা কী আবার ফেরার সুযোগ পাবেন? সেটাই দেখার।