ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ নারী দলের তারকা ফুটবলার। নারী দলের এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পথে তার অবদান অনেক। এই মিডফিল্ডারের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব অবশ্যই বাফুফের ওপর বর্তায়। কিন্তু ঋতুপর্ণার ‘দায়িত্ব’ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! বাফুফে আরেকবার ব্যর্থ হলো। যেখানে ঋতুপর্ণার বাড়ি ফুটবল ফেডারেশনের বানিয়ে দেওয়ার কথা, সেখানে কিনা তার গ্রামে বাড়ি নির্মাণের ঘোষণা দিল বিসিবি।
শনিবার (৯ আগস্ট) বিসিবি সভা শেষে ঋতুপর্ণার বাড়ি নির্মাণের সিদ্ধান্তের বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ইফতেখার আহমেদ মিঠু। বিসিবির এই পরিচালক জানিয়েছেন, ফুটবলার ঋতুপর্ণার বাড়ি বানানোর বিষয়টি বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মিঠু বলেছেন, “ঋতুপর্ণার গ্রামে তার যে বাড়িটা আছে, সেটা আমরা বানিয়ে দেবো। আজকের সভায় এটা অনুমোদন হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি বানিয়ে দেবে।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ঋতুপর্ণা। দুর্দান্ত ফুটবলে দর্শকের মন জিতে নিয়েছেন তিনি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে গোলের পর গোল করে প্রথমবার বাংলাদেশকে তুলেছেন টুর্নামেন্টের মূল পর্বে।
ফুটবলে উজ্জ্বলতা ছড়ানো ঋতুপর্ণার বাড়ির বেহাল দশা। বাঁশের বেড়ার বাড়িতে তার পরিবারের বসবাস। এজন্য ঋতুপর্ণার বাড়ি বানানোর উদ্যোগ নিয়েছিল সরকার। যদিও সেটি আলোর মুখ দেখেনি এখনও। বাফুফে থেকেও সেরকম কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
তবে এগিয়ে এলো বিসিবি। বাংলাদেশের নারী ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।