Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন তিন ক্রিকেটার

কাগিসো রাবাদার বল আঘাত করে মিচেল ওয়েনের হেলমেটে। কনকাশন সমস্যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে গেছে এই অলরাউন্ডারের। ছবি: এক্স
কাগিসো রাবাদার বল আঘাত করে মিচেল ওয়েনের হেলমেটে। কনকাশন সমস্যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে গেছে এই অলরাউন্ডারের। ছবি: এক্স
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি দিয়ে নজর কেড়েছেন মিচেল ওয়েন। ছিলেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। কিন্তু চোটে স্বপ্নভঙ্গ এই অলরাউন্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন ওয়েন। অস্ট্রেলিয়া দলে ধাক্কাটা আরও বড়। ওয়েনের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে আরেক অলরাউন্ডার ম্যাট শর্ট ও পেসার ল্যান্স মরিসের।

মিচের মার্শের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন শুরুর প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু এক ধাক্কায় তিন ক্রিকেটার হারিয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে তাদের। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বল আঘাত করে ওয়েনের হেলমেটে। মাঠে কনকাশন পরীক্ষায় উতরে গিয়ে ব্যাট করা অনুমতি মেলে তার। তবে ম্যাচ শেষে এই অলরাউন্ডারের কনকাশনের কিছু লক্ষণ দেখা গেছে। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম মেনে ওয়েনকে ১২ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।

স্বভাবতই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েনের। পেসার মরিস ও শর্ট চোটের কারণে ছিটকে গেছেন। এই তিনজনের জায়গা পূরণ করেছেন অ্যারন হার্ডি, কুপার কনোলি ও ম্যাট কুনেমান।

গত বছরের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মরিস। তার ফেরার সময়টা আরও দীর্ঘ হলো। পিঠের চোটে তাকে ফিরে যেতে হয়েছে পার্থে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে যাওয়া এই পেসারের অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরও সংশয়ে পড়ে গেছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাইড স্ট্রেইনের সমস্যায় ভোগা শর্ট এখনও সেরে উঠতে পারেননি। প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছিলেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের আশা ছিল, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে কুড়ি ওভারের সঙ্গে ওয়ানডে সিরিজও শেষ হয়ে গেছে শর্টের।

১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ আগস্ট।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, মার্নাস লাবুশেন, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত