বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ।
শুক্রবার দুপুরে তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটিতেও মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের এ সিদ্ধান্ত এরই মধ্যে সবাইকে জানানো হয়েছে।
শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসন নিষেধাজ্ঞার কথা জানালেও বৈরী আবহাওয়ার মধ্যেই হ্রদে পর্যটকবাহী বোটসহ বিভিন্ন নৌযান চলতে দেখা গেছে।
নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়া ঝোড়ো বাতাসে শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় একটি কৃষ্ণচূঁড়া গাছ ভেঙে পড়ে। এতে করে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়াও রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট ভূমিধসের ঘটনা ঘটেছে। সেগুলো অপসারণ করেছে সড়ক বিভাগের কর্মীরা।
জেলা প্রশাসনের তথ্য মতে, পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটি জেলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।