বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর মুখোমুখি হবে জাপানের। প্রীতি দুই ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রোদ্রিগো। তবে এবারও জায়গা হয়নি নেইমারের।
২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির জন্য ছিটকে পড়ার পর নেইমার আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই চোটে পড়েন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাঁ ঊরুতে নতুন করে চোট পাওয়ায় নেইমারকে প্রীতি ম্যাচের দলে রাখেননি আনচেলত্তি। আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের সূচিতে নেইমার ফিরবেন কি না সেটাও নিশ্চিত নয়।
লিভারপুলের সবশেষ ম্যাচে চোট পাওয়া গোলরক্ষক আলিসন নেই দলে। চোটের জন্য নেই বার্সেলোনার তারকা রাফিনিয়াও।
ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : বেন্তো, এডারসন, হুগো সোসা
ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যানদারসন, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিচার্লিসন, রোদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।