Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
শুল্ক হার পরিবর্তনের প্রস্তাব

বাজেট যেসবের দাম বাড়াবে, যেসবের কমাবে

budget-price-graphics
[publishpress_authors_box]

বাজেটে নানা ধরনের শুল্ক হারের হ্রাস-বৃদ্ধি বাজারে পণ্যের দামেও প্রভাব ফেলে, এবারও তা ঘটছে।

আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ শুল্কহারের যে পরিবর্তন প্রস্তাব করেছেন, তা কার্যকর হলে বাজারে নানা পণ্যের দামের হেরফের ঘটবে।

সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন উপদেষ্টা। চলতি মাসের শেষে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এই বাজেট পাস হবে।

দাম বাড়ছে যেসবের

মোবাইল ফোন

দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন সক্ষমতা বাড়ানোর জন্য আগের সরকার ভ্যাট অব্যাহতি দিয়ে আসছিল। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ভ্যাট ২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাই আগামী অর্থ বছর দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম বাড়তে পারে।

প্লাস্টিকের তৈজসপত্র

পরিবেশবান্ধব উৎপাদনকে উৎসাহ দিতে প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট হার দ্বিগুণ করা হয়েছে। ফলে প্লাস্টিকের থালাবাসন, তৈজসপত্র, গৃহস্থালি সামগ্রী ও একই রকমের প্লাস্টিক পণ্যের ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। তাই প্লাস্টিক পণ্যের দাম বাড়ছে।

সিগারেট

সিগারেটের পেপার আমদানির ওপর সম্পূরক শুল্ক হার দ্বিগুণ করে ৩০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরে এই শুল্ক হার ছিল ১৫০ শতাংশ। তাই সিগারেটের দাম বাড়তে পারে।

ব্লেন্ডার ও ওয়াশিং মেশিন

ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। এরফলে নতুন বাজেটের আওতায় এগুলোরও দাম সামান্য বাড়তে পারে।

এলপিজি সিলিন্ডার

দেশের জ্বালানি সঙ্কটের কারণে শিল্প কারখানার ভোগার মধ্যে প্রস্তাবিত বাজেটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে।

বিদেশি চকলেট

প্রস্তাবিত বাজেটে বিদেশি চকলেটে আমদানি শুল্ক বাড়িয়ে প্রতি ইউনিটে ১০ ডলার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এটি ৪ ডলার করে শুল্কায়ন করা হয়। তাই বিদেশি চকলেটের দাম বাড়তে যাচ্ছে।

ব্লেড

দেশে উৎপাদিত ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে এটা ছিল মাত্র ২ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত এটাকে ৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ দাড়ি কাটার খরচ বাড়ছে।

প্রসাধনী পণ্য

ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে। দামও বেড়ে যেতে পারে। দেশীয় সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ভ্যাট অব্যাহতি সুবিধা কমিয়ে মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়তে পারে এসব পণ্যেরও।

লিফট

দেশীয় লিফট উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি কিছুটা কমিয়ে মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ লিফটের দামও কিছুটা বাড়বে।

থ্রি-হইলার

প্রস্তাবিত বাজেটে স্থানীয় পর্যায়ে ফোর স্ট্রোক থ্রি-হুইলার উৎপাদনের ক্ষেত্রে চলমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। এরফলে থ্রি-হুইলারের দাম কিছুটা বাড়তে পারে।

রেফ্রিজেরেটর, এসি

রেফ্রিজেরেটর, এসি, কম্প্রেসর এবং স্টার্ট-স্টপ ব্যাটারি স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে দাম বাড়বে এসব পণ্যের।

অনলাইনে বিক্রি

ডিজিটাল সিস্টেমে অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর মূল্য সংযোজন কর এক লাফে ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে। ফলে অনলাইন কেনাকাটায় ব্যয় বাড়তে পারে।

দাম কমছে যেসবের

তরল দুধ

স্থানীয় পর্যায়ে প্যাকেটজাত তরল দুধে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এরফলে এই পণ্যের দাম কমতে পারে।

আইসক্রিম

প্রস্তাবিত বাজেটে আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে এটা ১০ শতাংশ ছিল। ফলে এই পণ্যটির দাম কমতে পারে।

 চিনি

পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এরফলে চিনির দাম কিছুটা কমতে পারে।

মাখন

নতুন বাজেটে মাখন আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তােই আমদানি করা মাখনের দাম কিছুটা কমতে পারে।

আমদানি করা মাছ ও মাংস

আমদানি করা মাছ ও মাংসের সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। স্যামন, টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানোর ফলে এগুলোর দাম কমতে পারে।

স্যানিটারি ন্যাপকিন

স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে। এরফলে এ পণ্যটির দাম কমতে পারে।

কলম

শিক্ষার গুরুত্বপূর্ণ উপকরণ বলপয়েন্ট কলমের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে। ফলে এই পণ্যটির দামও কমবে।

কম্পিউটার মনিটর

প্রস্তাবিত বাজেটে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আগে এটা ২২ ইঞ্চি পর্যন্ত ছিল। এরফলে এখন একটু বড় আকারের মনিটরের দাম কিছুটা কমতে পারে।

বিদেশি জুতা

প্রস্তাবিত বাজেটে বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানোর প্রস্তাবে আমদানি করা জুতা স্যান্ডেলের দাম কমতে পারে।

বিদেশি পোশাক

নতুন বাজেটে বিদেশি পোশাক আমদানির ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাবে কমতে পারে বিদেশি পোশাকের দাম।

 বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র

বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমানোর প্রস্তাবের ফলে অর্থ বছরে আমদানি করা প্লাস্টিক তৈজসপত্রের দাম কমতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত