বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রচেষ্টা চালাচ্ছে আইসিসি। এরই অংশ ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইউরোপের ক্রোয়েশিয়া, ফিনল্যান্ডের মতো দেশগুলো নাম লেখাচ্ছে ক্রিকেটে। হচ্ছে বিব্রতকর সব রেকর্ডও।
ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ আগস্ট (রবিবার) ১৯.৪ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়ে গেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা! যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে কানাডা সেই রান তাড়া করে ১০ উইকেটে জিতেছে মাত্র ৫ বলে। ওয়ানডেতে ৩০০ বলের ম্যাচে ৫ বলে জিতে যাওয়াটা বিরল ব্যাপারই।
আর্জেন্টিনার ২৩ রানের মধ্যে অতিরিক্ত ছিল ৭টি। তাদের সাত ব্যাটার আউট হয়েছেন প্রথম বলে (গোল্ডেন ডাক)। কানাডার হয়ে ৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে ৬ উইকেট নেন জগমানদীপ পাল। আর্জেন্টিনা প্রথম ম্যাচে বারমুডার কাছে হেরেছিল ২৩৭ রানে। বারমুডার ৩১৮ রানের জবাবে আর্জেন্টিনা গুটিয়ে গিয়েছিল ৮১ রানে।
কানাডা-আর্জেন্টিনা ম্যাচটা যুব ওয়ানডের মর্যাদা না পাওয়ায় এটা লজ্জার রেকর্ড হয়নি শেষ পর্যন্ত। সেই রেকর্ডটা স্কটল্যান্ডের। ২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছিল ৩.৫ ওভারে।