এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযানে আজ (মঙ্গলবার) মাঠে নামছে বসুন্ধরা কিংস। কাতারের দোহায় সিরিয়ার আল কারামাহ এসসির মুখোমুখি হবে কিংস। এমন ম্যাচের আগে কিনা কোচহীন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্লাব।
নতুন মৌসুম ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছিল কিংস। মাত্র দেড় সপ্তাহ আগে ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছিলেন যে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস কিংসে যোগ দেবেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। কিন্তু বসুন্ধরা কিংসকে আশা দিয়েও ইরাকের ক্লাব দুহোক এসসির কোচ হয়েছেন তিনি।
নিজেদের ইনস্টাগ্রাম পেজে ফারিয়াসের সঙ্গে চুক্তির খবরটি জানিয়েছে দুহোক। ‘ট্রান্সফারমার্কেটও’ নিশ্চিত করেছে ফারিয়াসের নতুন ক্লাব এখন দুহোক। তাই এএফসি চ্যালেঞ্জ লিগে আজ প্রধান কোচহীন কিংস।
দলের সঙ্গে অবশ্য গেছেন দুই কোচ মাহবুব হোসেন রক্সি ও সৈয়দ গোলাম জিলানি। তারা কথা বলতে চাননি এ নিয়ে। এএফসির নিয়ম অনুযায়ী ডাগআউটে থাকতে হবে একজন এএফসি প্রো লাইসেন্সধারী কোচ। রক্সি ও জিলানির সেই লাইসেন্স নেই। তাই এএফসির শৃঙ্খলাজনিত ঝুঁকিতেও পড়তে হতে পারে কিংসকে।
সিরিয়ার ক্লাব আল কারামাহ আটবারের সিরিয়ান লিগ চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের সাবেক রানার্স-আপও তারা। কোচ ছাড়া তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ কিংসের সামনে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা সমস্যায় জর্জরিত বসুন্ধরা কিংস। সাবেক কোচ ভ্যালেরিউ টিটা বকেয়া বেতন ও বোনাসের জন্য ফিফায় অভিযোগ করেছেন। তাদের কয়েকজন তারকা খেলোয়াড়ও দল ছেড়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই দিন আগে দোহায় পৌঁছেছেন কিংসের খেলোয়াড়রা।