Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

এনবিআরে এবার ‘কমপ্লিট শাটডাউন’র হুমকি

nbr
[publishpress_authors_box]

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং নিপীড়নমূলক বদলির আদেশ বাতিল করতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তা না হলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে তারা।

এর আগে মঙ্গলবার থেকেই ঢাকায় অবস্থিত সকল কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে ৯টা থেকে ২টা পর্যন্ত কলম বিরতি ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থানের ঘোষণা দেয় পরিষদ। সেই সঙ্গে ঢাকার বাইরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অবস্থান ও লাগাতার কলম বিরতি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

সোমবার ঢাকার আগারগাঁওয়ের এনবিআর ভবনে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব সেহেলা সিদ্দিকা এসব কর্মসূচী ঘোষণা করেন।

এসময় রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে সোমবারের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভূক্ত করে এবং বিতর্কিত এনবিআর সদস্যদের বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা।

গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিল দাবিতে গত ১৪ মে ‘কলম বিরতি’ নামে আন্দোলনে নামে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

ফলে পুরো রাজস্ব আহরণ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআর বিলুপ্ত না করে ওই অধ্যাদেশে সংশোধনী আনার আশ্বাসে বাজেটের চলমান কাজ নির্বিঘ্ন রাখার স্বার্থে আন্দোলন স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সেই আন্দোলন স্থগিতের ২৮ দিন পর এনবিআর চেয়ারম্যানের বিভিন্ন কর্মকর্তাদের নিপীড়নমুলক বদলির আদেশ দেওয়া এবং অধ্যাদেশ সংশোধনের জন্য কমিটিতে সংস্কার ঐক্য পরিষদের কোনও প্রতিনিধি না রাখার প্রতিবাদে আবারও আন্দোলনে নামে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের সভাপতি বলেন, “গত ১৯ জুন রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআরের কর এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ছয় সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনও প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সঙ্গে কোনোরকম আলোচনাও করা হয়নি।”

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

“প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলির আদেশ বাতিল না হলে এবং নিপীড়নমূলক নতুন কোনও বদলির আদেশ দেওয়া হলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে।”

আন্দোলনে জড়িত থাকায় অন্যায়ভাবে এনবিআর চেয়ারম্যান এনবিআর কর্মকর্তাদের বদলী করেন জানিয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি বলেন, “গত শনিবার ও রবিবার একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারি হিসাবে সুনাম রয়েছে এমন পাঁচজন কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

“সেই আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়েই পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থি ও অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থের এক জলজ্যান্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জিভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এমন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক বলে মনে করছে ঐক্য পরিষদ।”

এর আগে সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের জন্য একটি কক্ষ বরাদ্দ চাওয়া হলে তা না দিয়ে অসহযোগিতার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার আরও একটি উদাহরণ টেনে জানানো হয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

সভাপতি বলেন, “এসব ঘটনা বিশ্লেষণ করে আমাদের ধারণা হয়েছে যে, এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দেবেন না।”

এমন পরিস্থিতিতে আগামী ২৭ জুনের মধ্যে এসব বদলির আদেশ বাতিল না করা হলে এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে, জানান তিনি।

গত ২০ জুন এনবিআর কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয়ের জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে সরকার। এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এ কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করে ২১ জুন বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত