Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

‘সমঝোতার’ নির্বাচনে বাতিল ৩ মনোনয়ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন বুলবুল ও ফাহিম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন বুলবুল ও ফাহিম।
[publishpress_authors_box]

২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হন বিসিবি প্রেসিডেন্ট। সেই ২৫ পরিচালক গত তিনটি নির্বাচনে ভোটই দেননি। নাজমুল হাসান পাপনকে সভাপতি মেনে নিয়েছিলেন তারা।

এবার কী এই ধারার পরিবর্তন হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে সরকার সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও বিএনপির প্রার্থী তামিম ইকবালের? যতদূর জানা গেছে, তাতে বিএনপির সঙ্গে সমঝোতায় আমিনুল ইসলাম বুলবুলের আবারও সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল।

তামিম ইকবাল দায়িত্ব পেতে পারেন তার চাচা আকরাম খানের মতো ক্রিকেট অপারেশন্স প্রধানের। তিনি হতে পারেন সহ-সভাপতিও। তামিম এমনিতেই বিসিবিতে আসতে চাইলে এটা পেতে পারতেন, মাঝখানে তার গায়ে লাগল রাজনৈতিক ট্যাগ।

বুলবুলকে সভাপতি হতে হলে আগে বোর্ডের পরিচালক হতে হবে। সেই পরিচালক তিনি হতে চলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কারণ পরিচালক পদে ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে জমা পড়েছিল ৫১টি মনোনয়ন। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

৩টি বাতিলের মধ্যে রয়েছে ঢাকা বিভাগ থেকে জামালপুর এসএম আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন। জামালপুরের মনোনয়ন বাতিল নিয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সমর্থনকারীর স্বাক্ষর না মেলা। তবে আগামীকাল আপত্তির সময় রয়েছে। কেউ আবেদন করলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

সভাপতি হওয়ার দৌড় থেকে পিছিয়ে পড়েছেন তামিম ইকবাল।

উত্তাপ ছড়াচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরির নির্বাচন। ক্লাব থেকে পরিচালক প্রার্থী হিসেবে বিএনপির নেতা-পুত্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবার। গুঞ্জন আছে, তামিম ইকবাল নিজের অবস্থান শক্ত করার জন্য বিএনপির নেতা-পুত্রদের কাছে টেনেছেন, যার উল্টো প্রভাব পড়েছে তার ওপরই। প্রকৃত সংগঠকরা যারা ক্লাবের পেছনে কোটি টাকা খরচ করেন, তারা চটেছেন তমিমের ওপর। তারা তামিমের বিপক্ষে লড়াইয়ে নামার গুঞ্জনও আছে! সেক্ষেত্রে তামিমের সরে দাঁড়ানোর গুঞ্জনও আছে নির্বাচন থেকে?

এরই মধ্যে  চারটি ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চার নেতা বরকতউল্লা বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। তাদের মনোনয়ন বৈধও হয়েছে।

ফরম নিয়েও জমা দেননি কাকরাইল বয়েজ ক্লাবের কাউন্সিলর ও বর্তমানে বিসিবির পরিচালক সালাহউদ্দিন চৌধুরী আর ব্রাদার্সের কাউন্সিলর ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন। সমঝোতাতেই সরে গেছেন তারা।

জানা গেছে ক্লাব ক্যাটাগরি থেকে বিএনপিপন্থী হিসেবে পরিচালক হচ্ছেন তামিম ইকবাল, সূর্যতরুণের ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, ইন্দিরা রোডের রফিকুল ইসলাম, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইশতিয়াক সাদেক, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম নাভিন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ওমর শরীফ মো. ইমরান, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিওম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু ও ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাঈদ ইব্রাহিম আহমদ।

সমঝোতার এই নির্বাচনে আলোচিত নাম হতে যাচ্ছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতির পদ থেকে সরকারের ইচ্ছেতেই বাদ পড়েছিলেন তিনি। সেই ফারুককে পরিচালক পদে চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া! এটাই নির্বাচনের অঙ্ক, শেষ হওয়ার আগে শেষ হয় না যার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত