২০২৩ সালের বিশ্বকাপের আগেই ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কুইন্টন ডি কক। ওই সময় জানিয়েছিলেন, ভারতের বিশ্বকাপ শেষেই ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন তিনি। প্রায় দুই বছর পর সিদ্ধান্ত পাল্টালেন এই উইকেটকিপার ব্যাটার। অবসর ভেঙে আবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন ডি কক।
শুধু ওয়ানডে নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে ছিলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন এই ফরম্যাটের সর্বশেষ ম্যাচ। যদিও টি-টোয়েন্টি থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা কখনোই দেননি। তবে জাতীয় দল নিয়ে ডি ককের ‘সিদ্ধান্তহীনতার’ কারণে তখনকার প্রোটিয়া কোচ রব ওয়াল্টার তাকে বিবেচনায় নেননি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আলোচনায় ছিলেন ডি কক। অবশেষে শুধু টি-টোয়েন্টি নয়, অবসর ভেঙে ওয়ানডেতেও ফিরলেন বাঁহাতি ব্যাটার। সামনের অক্টোবর-নভেম্বর পাকিস্তান সফরে তিন ফরম্যাটের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে আছেন ডি কক।
অবশ্য এর আগেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যাবে ডি কককে। পাকিস্তান সফরের আগে ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া। এই ম্যাচের স্কোয়াডেও আছেন ডি কক।
২০২৭ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের বিশ্বকাপ সামনে রেখেই সম্ভবত অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন ডি কক। অবশ্য অবসর সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত তিনি দিয়েছিলেন ২০২৩ বিশ্বকাপ চলার সময়ই। ভারতের বিশ্বকাপ খেলা সময় ডি কক জানিয়েছিলেন, ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আপাতত অবসরের সিদ্ধান্তেই তিনি অটল।
দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল ব্যাটার ডি কক। ১৫৫ ওয়ানডেতে ৪৫.৭৪ গড়ে তার রান ৬ হাজার ৭৭০। ২১ সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি করেছেন ৩০টি। টি-টোয়েন্টিতেও তিনি সফল। এই ফরম্যাটের ৯২ ম্যাচে ৩১.৫১ গড়ে করেছেন ২ হাজার ৫৮৪ রান। আছে একটি সেঞ্চুরিও।