ডেঙ্গুতে আক্রান্ত রোগী বাড়ছে হাসপাতালে, বাড়ছে মৃত্যুও। গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা চারশর বেশি, টানা ৩ দিন ধরে মৃত্যু হচ্ছে ৩ জন করে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০৮ জন। আগেরদিন বুধবার সংখ্যাটা ছিল ৪২৮ জন, তার আগেরদিন মঙ্গলবার ছিল ৩১৯ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। বুধবার ও মঙ্গলবারও ৩ জন করে মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর। তাতে করে সরকারি হিসাবেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২২০ জনে আর মোট মৃত্যু হলো ৯৫ জনের।
অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের প্রথম ৭ দিনে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী সংখ্যা দুই হাজার ২৪০ জন। এই ৭ দিনে মৃত্যু হয়েছে ১২ জনের।
এর আগে গত জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের, যা কিনা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল গত জুনে; ১৯ জনের।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনও ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
আর গত জুলাই মাসে সরকারি হিসাবে রোগী সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন, যা কিনা বছরের সবচেয়ে বেশি রোগী। জুনে ছিল ৫ হাজার ৯৫১ জন। চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয় ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে; ৭৩ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৭ জন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ৩ জনই ঢাকার। তাদের মধ্যে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ১৮ বছরের এক তরুণ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩ বছরের এক পুরুষ আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২২ বছরের এক নারী।
২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন; তার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।