পিএসজির ট্রেবল জয়ের অন্যতম নায়ক তিনি। সেই গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গেই কিনা ফাটল ধরেছে সম্পর্কের। তিনি নতুন চুক্তিতে অসম্মতি জানানোর পর পিএসজির সম্পর্ক ভেঙে গেছে বলে জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যম। দলবদলের খবরের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন দোন্নারুমার পিএসজি ছাড়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
এরই ইঙ্গিত পাওয়া গেল টটেনহ্যামের বিপক্ষে বুধবার উয়েফা সুপার কাপের স্কোয়াডে দোন্নারুমাকে না রাখা নিয়ে। পিএসজি অফিসিয়াল সাইটে না জানালেও ‘দ্য প্যারিসিয়ান’ নিশ্চিত করেছে সুপার কাপের স্কোয়াডে নেই থেকে দোন্নারুম্মা। ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন একই খবর জানিয়েছেন।
পিএসজি নতুন মৌসুমে কিনেছে ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েকে। টটেনহামের বিপক্ষে প্রথম একাদশে মাঠে নামবেন তিনিই। তাই দোন্নারুমার ক্লাব ছেড়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
২৫ বছর বয়সী এই গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে চান বলেই খবর। তার বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তাই ফ্রি ট্রান্সফারেও ক্লাব বদলের সুযোগ নেই। আগ্রহী হলেও ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি এখনও প্রস্তাব পাঠায়নি দোন্নারুমার জন্য।