Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জার্মানির অটোবানে ১৯৯ মাইল বেগে গাড়ি, চালককে জরিমানা

autoban
[publishpress_authors_box]

জার্মানির অটোবানের সড়কে ঘণ্টায় ৩২০ কিলোমিটার বা ১৯৯ মাইলের থেকে বেশি বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তাতেই বাধল বিপত্তি।

ওই সড়কে নির্ধারিত গতির থেকেও ঘণ্টায় ১২৪ মাইলের বেশি বেগে গাড়ি চালানোয় জরিমানার মুখে পড়লেন এই গাড়িচালক।

জার্মানিতে অটোবান বলতে মূলত উচ্চগতির এক্সপ্রেসওয়ে বা মহাসড়ককে বোঝায়। এসব অটোবান নিয়ে কৌতুহল ও বিষ্ময় বিশ্বব্যাপী, কারণ সেখানকার গতি সীমাহীন নীতি।

অটোবানের প্রায় ৭০ শতাংশ সড়ক গতি সীমাহীন। তবে ৩০ শতাংশ সড়ক গতি সীমাহীন নয়। নিরাপত্তা, আশেপাশের জনবহুল এলাকা ও শব্দদূষণের মতো কারণে এর কিছু অংশে স্পষ্ট গতি সীমা নির্ধারিত আছে।

সেখানেই ঝামেলায় পড়েছেন এই চালক। যে অংশে এই রেকর্ড গতি ধরা পড়েছে, সেখানে সর্বোচ্চ গতি সীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার বা ৭৪ দশমিক ৫ মাইল।

জার্মান পুলিশ বলছে, গত ২৮ জুলাই চালানো ওই গতি এখন পর্যন্ত রেকর্ড।  যদিও বেশি গতিতে গাড়ি চালানো ওই চালকের পরিচয় প্রকাশ করেনি তারা।

রাস্তার পাশে থাকা একটি রাডার স্ট্যান্ড যেটা ‘এনফোর্সমেন্ট ট্রেইলার’ নামে পরিচিত, সেখানে নিয়মিত পরীক্ষায় এ চিত্র ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, সেখানে গাড়িটিকে রেকর্ড সর্বোচ্চ ঘণ্টায় ৩২১ কিলোমিটার গতিতে চলতে দেখা যায়।

ম্যাগডেবার্গ পুলিশ অফিস মঙ্গলবার জানিয়েছে, ওই চালককে ৯০০ ইউরো বা ১০৪৩ ডলার জরিমানা করা হয়েছে, তার ড্রাইভিং লাইসেন্স থেকে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে আর তিন মাসের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে।

তথ্যসূত্র : সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত