Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

এবার ভোটের মাঠে সেনা থাকবে ৮০ হাজারের বেশি

সেনা মোতায়েন
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে জুলাই অভ্যুত্থান থেকে কাজ করছে সেনা সদস্যরা। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মাঠে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে।

গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন ছিল।

এবার ৫ লাখ ১৬ হাজার ছিল আনসার সদস্য, ১ লাখ ৮২ হাজার ৯১ জন ছিল পুলিশ ও র‌্যাব সদস্য, ২ হাজার ৩৫০ ছিল কোস্টগার্ড সদস্য এবং ৪৬ হাজার ৮৭৬ ছিল বিজিবি সদস্য।

এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৩০০ আসনেই সেনা সদস্য টহলে ছিল। ২০১৮ সালের নির্বাচনে ৩৮৮টি উপজেলায় ৩৫ হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন ছিল।

বাংলাদেশের প্রথম নির্বাচন থেকেই সেনাবাহিনী মোতায়েনের রেওয়াজ চলে আসছে।

গত বছরের জুলাই অভ্যুত্থানের শুরু থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে।

ওই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনের দায়িত্ব পালনে আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, আগে প্রতি ভোটকেন্দ্রে দুজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ২৪টি। প্রতি কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ১৫-১৭ জন সদস্য নিয়োজিত ছিল। এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা পুলিশ সদস্যদের দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত