দক্ষিণ পাঞ্জাবের লায়াহ শহর থেকে আন্তর্জাতিক ক্রিকেটার উঠে আসেনসি সেভাবে। সেই ’৫০ দশকে মুনির মালিক ছাড়া জাতীয় দল পর্যন্ত পৌঁছাতে পারেননি কেউ। এতদিন পর সেই আক্ষেপটা দূর করেছেন হাসান নেওয়াজ। টি-টোয়েন্টিতে আগে অভিষেক হলেও ওয়ানডে খেললেন শুক্রবারই প্রথম। আর অভিষেকেই জেতালেন পাকিস্তানকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ পায় ২৮০ রানের পুঁজি। অধিনায়ক শাই হোপ ৫৫ আর রোস্টন চেজ করেছিলেন ৫৩ রান। শাহিন শাহ আফ্রিদি নেন ৪ উইকেট। জবাবে বাবর আজম ৬৪ বলে ৪৭ আর মোহাম্মদ রিজওয়ান ৬৯ বলে ৫৩ করায় আসকিং রান রেট বেড়ে গিয়েছিল পাকিস্তানের।
৩৮তম ওভারে রিজওয়ান আউট হওয়ার সময় পাকিস্তানের জিততে দরকার ৭৬ বলে ১০১ রান। সেখান থেকে হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে ৭০ বলে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নেওয়াজ। ৬ বছর পর ওয়ানডেতে ফেরা তালাত অপরাজিত থাকেন ৪১ রানে। আর ম্যাচ সেরা হাসান অপরাজিত ছিলেন ৫৪ বলে ৫ বাউন্ডারি ৩ ছক্কায় ৬৩ রানে।
২২ বছরের হাসান নজরে এসেছিলেন ২০২২ সালে কাশ্মীর প্রিমিয়ার লিগে মিরপুর রয়্যালসের হয়ে খেলে। শোয়েব মালিক, ইমাদ ওয়াসিমদের সঙ্গে খেলা হাসান ২০০-র বেশি রান করেছিলেন ১৫০ স্ট্রাইক রেটে। মেরেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা।
এ বছরের মার্চে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল হাসানের। ক্রাইস্টচার্চের পর ডানেডিনে খেলা টানা দুই ম্যাচে আউট হয়েছিলেন ০ রানে! সেই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪৫ বলে ১০৫* করে চেনান নিজেকে। এবার হাসান নিজেকে চেনালেন ওয়ানডেতেও।