দ্বাদশ বিপিএলকে নিয়ে অত্যন্ত সাবধানী বিসিবি। এবার কোন ভুল করতে নারাজ ক্রিকেট বোর্ড। তার অংশ হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে আসর পরিচালনার পথে হাঁটা হয়েছে। আয়োজনের আগ্রহ দেখানো পাঁচটি প্রতিষ্ঠানের মধ্য থেকে শর্টলিস্ট করা হয়েছে তিনটিকে। এরমধ্যে বিপিএল আয়োজনের দৌড়ে এগিয়ে আছে আইএমজি গ্রুপ।
নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি -কে বিপিএলের দায়িত্ব দিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্র মাধ্যমে এমনটাই জানতে পেরেছে সকাল সন্ধ্যা। আইএমজি এর আগে আইপিএল আয়োজন করে সুনাম কুড়িয়েছে। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সাফল্যের সঙ্গেই আইপিএল আয়োজন করেছে গ্রুপটি।
আইএমজির পাশাপাশি পিএসএল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এপেক্স স্পোর্টস কনসালটেটিভ প্রতিষ্ঠানকেও বিবেচনায় রেখেছে বিসিবি। সকাল সন্ধ্যা আরও জানতে পেরেছে আগে বিসিবির সঙ্গে কাজ করা রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস বিবেচনায় থাকলেও বিপিএল নিয়ে নতুন পথচলায় তাদের দায়িত্ব দিতে চাইছে না বিসিবি।
আইএমজি সবচেয়ে এগিয়ে থাকার কারণ, এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্পন্সর হিসেবে বিদেশি বিনিয়োগ, নামকরা প্রতিষ্ঠানদের এবং ক্রিকেটারদের আগ্রহ তৈরি করা এবং টেলিভিশন রাইটস বিক্রী করার সুযোগ পাবে বিসিবি। এতে করে বিপিএল নিয়ে নতুন পথচলা ভালো ভাবে শুরু করা যাবে।
এই প্রতিষ্ঠানই বিপিএলের এক মৌসুমের কাজের জন্য সবচেয়ে কম টাকা দাবি করে প্রস্তাবনা দিয়েছে। বিসিবি চাইছে সেক্ষেত্রে পাঁচ বছরের হিসাবে অঙ্কটা আরও একটু কমানো যায় কিনা। এছাড়া আরও কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার জন্যই দুই দিনের মতো সময় নেওয়া হয়েছে বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের নাম চূড়ান্ত করতে। বিপিএলের স্বার্থে প্রয়োজনে লভ্যাংশ থেকে ভাগ দিতে রাজিও আছে বিসিবি।
বিপিএলের দ্বাদশ আসরের সম্ভাব্য সূচি ধরা হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬। ১০, ৮ বা ৭টি নয়, ৬টি দলকে ৬ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার পরিকল্পনা বিসিবির। দেশি-বিদেশি মালিকানায় বিনিয়োগ থাকতে পারে।
শনিবারের বিসিবি সভায় ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার, ক্রিকেট সংগঠকদের দাবি মেনে এ বিভাগকে জাতীয় লিগে যুক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেপ্টেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি লিগে নয়, আসন্ন চারদিনের জাতীয় লিগের পর্ব থেকে ময়মনসিংহ বিভাগ ঢাকা মেট্রোর পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে যুক্ত হচ্ছে।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “যেহেতু এনসিএল টি-টোয়েন্টির সূচি হয়ে গেছে, এ জন্য আমরা ময়মনসিংহকে এই টুর্নামেন্টে নিতে পারিনি। পরবর্তী এনসিএল চার দিনের আসর থেকে তারা ময়মনসিংহ বিভাগ হিসেবে খেলবে।”