টুর্নামেন্টের নাম আগে ছিল ইমার্জিং এশিয়া কাপ। এবার সেটা নাম বদলে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ নামে। ১৪-২৩ নভেম্বর হতে যাওয়া ক্রিকেটের এই টুর্নামেন্টের গ্রুপিং করা হয়েছে কিছুদিন আগ আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের আদলেই।
এক গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত ও ওমান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান খেলবে ‘এ’ দল নিয়ে। হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল খেলবে টুর্নামেন্টে।
১৪ নভেম্বর পাকিস্তান-ওমান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১৫ নভেম্বর। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৭ ও ১৯ নভেম্বর।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
হংকং : ১৫ নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিট
আফগানিস্তান : ১৭ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিট
শ্রীলঙ্কা : ১৯ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিট
গত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও এসিসি প্রধান পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। তাই প্রশ্ন এবারও কী ট্রফি তুলে দিতে চাইবেন মহসিন নাকভি? ভারত চ্যাম্পিয়ন হলে তার হাত থেকে ট্রফি নেবে কী? প্রশ্ন আছে আরও। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবেন তো?
 
				 
											 
				 
				



 
								 
								 
															