শেষ হওয়ার পরও যেন থামছে না ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা। হাত না মেলানো কাণ্ড দিয়ে শুরু এই উত্তেজনা। ফাইনালের পর সেটা পেয়েছে ভিন্ন মাত্রা।
এমনিতে কোনও ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই নিয়ম। কিন্তু এশিয়া কাপ ফাইনালের আগে দুই দলের ফটোশুট হয়নি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক আগার সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যরা।
এমনকি ফাইনাল শেষে ট্রফিও নেননি ভারত অধিনায়ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় মঞ্চে উঠেননি ভারতীয় কোনও ক্রিকেটার। ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

সম্ভবত সেই সময়ই ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মমতো নাকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হত সূর্যকুমারদের। পাকিস্তান মাঠে হেরেছে। কিন্তু মাঠের বাইরে অন্তত একটা লড়াই জেতার জন্য মরিয়া ছিলেন নাকভি। সূর্যকুমার তার হাত থেকে ট্রফিই নেননি! পরে ট্রফি ছাড়াই উদযাপন করেছেন তারা।
রানার আপের চেক অবশ্য নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তবে রাগে সেটা ছুড়ে ফেলেন তিনি। ফাইনালের পর নতুন উত্তেজনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এক্সে মোদি লিখেছেন, ‘‘খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফল একই—ভারতের জয়! আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’’
পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাল্টা জবাব দিয়েছেন মোদিকে। রিটুইট করে তিনি লিখেছেন, ‘‘যুদ্ধই যদি তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক হারের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর কলঙ্কিত করে খেলার মূল চেতনাকেই।’’