বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ভুয়া বলে নাকচ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওর প্রতিষ্ঠাতা মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই বক্তব্য আসে বলে বাসস জানিয়েছে।
ড. ইউনূস বলেন, “বর্তমানে ভারতের একটি বড় গুণ হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে হিন্দুদের ওপর কোনও সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।”
বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলার মধ্যে সোমবার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
বিবিসি, স্কাই নিউজ, গার্ডিয়ান, আল জাজিরা, হাফিংটন পোস্টে কাজের অভিজ্ঞতা নিয়ে ডিজিটাল সংবাদমাধ্যম জেটিও প্রতিষ্ঠা করেন ভারতীয় বংশোদ্ভূত মেহেদি হাসান।
তার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে ড. ইউনূস জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেওয়া, আগামী নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন ড. ইউনূস।
তিনি বলেন, গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তাকে সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি প্রথমে বিস্মিত হয়েছিলেন। রাজিও ছিলেন না। তবে পরে মত বদলান।
আন্দোলনকারীদের ত্যাগ তার সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছিল বলে জানান ড. ইউনূস।