Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

৩ সেঞ্চুরিতে আহমেদাবাদে ভারতের দাপট

১০৪ রানে অপরাজিত জাদেজা। টেস্টে তিনি পেলেন ষষ্ঠ সেঞ্চুরি। ছবি : ক্রিকইনফো
১০৪ রানে অপরাজিত জাদেজা। টেস্টে তিনি পেলেন ষষ্ঠ সেঞ্চুরি। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

এক বছরে বদলে গিয়েছে লোকেশ রাহুলের জীবন। গত বছর অক্টোবরে অনেকে ধরে নিয়েছিলেন রাহুলের ক্রিকেটজীবন শেষ। বছর ঘুরতে না ঘুরতেই বিরাট কোহলি, রোহিত শর্মাহীন ভারতীয় দলের অন্যতম ভরসা এখন তিনি। আজ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে উচ্ছ্বাসও প্রকাশ করলেন শিষ বাজিয়ে।

প্রথম দিন ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সিরাজ ৪টি ও জাসপ্রিত বুমরা নেন ৩ উইকেট। জবাবে ভারত প্রথম দিন শেষ করেছিল ২ উইকেটে ১২১ রানে। লোকেশ রাহুল ৫৩ আর শুবমান গিল অপরাজিত ছিলেন ১৮ রানে।

আজ দ্বিতীয় দিন গিল ৫০ করে ফিরলেও সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল। ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৪৪৮ রানে। তাদের লিড ২৮৬ রানের।

সেঞ্চুরি করেছেন ধ্রুক জুরেল।

১০০ রানের পরই জোমেল ওয়ারিক্যানের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন এই লোকেশ রাহুল। টেস্টে এটা তার ১১তম সেঞ্চুরি। দেশের মাঠে এটি তার দ্বিতীয় শতরান। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান।

তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি। সব মিলিয়ে ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। শুধু তা-ই নয়, শেষ ছয় টেস্টে এটি তার তৃতীয় শতরান। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে ৫৩.২০ গড়ে করেছিলেন ৫৩২ রান। তার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই শতরান করলেন।

৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন রাহুল।

এছাড়া ১২৫ রানের ইনিংস খেলে আউট হন জুরেল। ১৫ চারের পাশাপাশি ৩ ছয় আসে তার ব্যাট থেকে। ১০৪ রানে অপরাজিত আছেন আরেক সেঞ্চুরিয়ান জাদেজা। তার সঙ্গে ৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত