Beta
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা

দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে
দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে
[publishpress_authors_box]

কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলায়েল। মঙ্গলবারের এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবিসি জানিয়েছে, হামলায় হামাসের ওই জ্যেষ্ঠ নেতাদের কেউ মারা গেছেন কিনা- তা পরিষ্কার নয়। তবে ছবিতে দেখা গেছে, দোহা শহরের উত্তর দিকে একটি ভবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ফিলিস্তিনি সশস্ত্র দল হামাস জানিয়েছে, তাদের যেসব নেতা দোহায় ইসরায়েলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান।”

কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে বলে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল আনসারি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’।

আনসারি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, কাতারের দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে হোয়াইট হাউজকে আগেই জানানো হয়েছিল।

নেটোর বাইরে কাতার যুক্তরাষ্ট্রের বড় মিত্র দেশ, যেখানে দেশটির ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

জাতিসংঘের নিন্দা

কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই হামলা ‘কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন’।

কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা ‘যুদ্ধবিরতি ও সব জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে।

কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, এই পদক্ষেপ “আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন” এবং “কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন”।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই “এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা” হিসেবে কাজ করবে।

এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত