Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জয়েই চোখ জাকেরের, দায় দিচ্ছেন না উডকে

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক জাকের ও রশিদ। ছবি : এক্স
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক জাকের ও রশিদ। ছবি : এক্স
[publishpress_authors_box]

এশিয়া কাপ শেষ না হতেই আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এর প্রথমটি টি-টোয়েন্টি। শারজায় কাল (বৃহস্পতিবার) রাত ৯টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রশিদ খানের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সিরিজে জয়েই চোখ ভারপ্রাপ্ত বাংলাদেশি অধিনায়ক জাকের আলির।

আজ সংবাদ সম্মেলনে জাকের বললেন, ‘‘নেতৃত্ব নিয়ে বাড়তি কিছু ভাবছি না। নরমাল আছি, শুধু পরের ম্যাচে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। আসল জিনিস হলো ম্যাচ জেতা। এই সিরিজে আমাদের লক্ষ্য একটাই, জয়।’’

এশিয়া কাপের আগে ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে এর সুফল পায়নি। জাকের অবশ্য উডের কাঁধে দোষ চাপাচ্ছেন না, ‘‘উড আমাদের সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু আমরা মাঠে সেটা কাজে লাগাতে পারিনি। পারিনি মানে দায় আমাদেরই। উনার দোষ দিয়ে লাভ নেই। কোচের কাজ ঠিক ছিল, তবে খেলোয়াড়রা ডেলিভার করতে পারেনি।’’

এশিয়া কাপে সফল ছিলেন সাইফ হাসান। আফগান সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে জাকের, ‘‘সাইফ খুব ভালো খেলেছে। আশা করি এই সিরিজেও ও বড় রান করবে, অন্যরাও রান করবে। তাহলে সিরিজটা আমাদের জন্য ভালো যাবে।’’

এই সিরিজের চ্যালেঞ্জ নিয়ে জাকের জানালেন, ‘‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত