নিজেকেই ছাড়িয়ে গেলেন মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণজয়ী এই ভারত্তোলক আজ (বুধবার) ভাঙলেন নিজেরই একটা রেকর্ড। ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ওজন তুলেছেন মাবিয়া, যা বাংলাদেশের নারীদের ভারোত্তোলনে সর্বোচ্চ। আগের ২০৫ কেজি ওজনের রেকর্ডটাও ছিল তার।
মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। দুটো মিলিয়ে মোট তুলেছেন ২১০ কেজি। দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড গড়ে খুশি মাবিয়া, ‘‘এটা আমার ক্যারিয়ার সেরা ও বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন এন্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ পাঁচ কেজি বেড়েছে।
মাবিয়া আরও যোগ করেন ‘‘আমি প্রতিনিয়তই নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চাই। আমি এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন মাবিয়াকে মনে রাখে।’’
বিয়ের পর নতুন রেকর্ড গড়ায় কৃতজ্ঞতা জানালেন স্বামীর প্রতিও, ‘‘আমার স্বামীও একজন ভারোত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড গড়াটা সহজ হয়েছে।’’