Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

হতাহতদের প্রকৃত তথ্য নির্ণয়ে মাইলস্টোনের কমিটি গঠন

milestone-students-protest-220725
[publishpress_authors_box]

বিধ্বস্ত বিমানের আঘাতে হতাহতদের তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় প্রকৃত তথ্য উদ্ঘাটনে একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার দুপুরে এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়ে লিখেছেন, “মাইলস্টোন কলেজে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইলস্টোনের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে এটি গঠন করা হয়েছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত-নিহত-ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ‍্য এখানে পাওয়া যাবে।”

দুর্ঘটনার পরদিন ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থদের দাবির মুখে হতাহতদের প্রকৃত তথ্য উদ্ঘাটনের আশ্বাস দিয়ে এসেছিলেন তিনি।  

তার একদিন বাদেই এই কমিটি গঠনের তথ্য জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে তার সঙ্গে মাইলস্টোন স্কুল ও কলেজ কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিও সংযুক্ত করেছেন আসিফ নজরুল।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত তথ্য নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাত সদস্যের এই কমিটিতে সভাপতি থাকছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জিয়াউল আলম। সদস্য থাকছেন উপাধ্যক্ষ মাসুদ আলম, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও তাসনিম ভূঁইয়া প্রতীক।

নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে তথ্য জানতে কয়েকটি ফোন নম্বরও দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। মাইলস্টোন স্কুল ও কলেজের নম্বর দুটি হলো- ০১৮১৪৭৭৪১৩২ ও ০১৭৭১১১১৭৬৬।

এছাড়াও তিনটি নম্বর দিয়েছেন তিনি। সেগুলো হলো- মিলিটারি রেসকিউ ব্রিগেড- ০১৭৬৯০২৪২০২, সিএমএইচ বার্ন ইউনিট- ০১৭৬৯০১৬০১৯ এবং সিএমএইচ ইমারজেন্সি- ০১৭৬৯০১৩৩১১।

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। তাতে বৈমানিকসহ বহু হতাহত হয়।

প্রধান উপদেষ্টার ফেইসবুক পাতায় বুধবার এক পোস্টে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় এই পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬৮ জন।

এই বিমান দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তথ্য বিভ্রাটের কারণে ক্ষোভ-বিক্ষোভ চলছে। মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভের মুখে আটকা পড়েছিলেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও িস আর আবরার।

মাইলস্টোনের শিক্ষক পুর্ণিমা দাস এক দীর্ঘ ফেইসবুক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে নিহতের তথ্য নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছিলেন। তবে তার সেই পোস্টে নানা অসংলগ্নতা পাওয়ার কথাও বলছেন অনেকে।

হতাহতের তথ্য গোপন করার অভিযোগ নাকচ করে প্রধান উপদেষ্টার ফেইসবুক পাতায় মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।

“এই মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত