Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নাহিদ-মিরাজরা হবেন অ্যাথলেটিক ক্রিকেটার

k0
[publishpress_authors_box]

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে কঠোর পরিশ্রম করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিপ টেস্ট ও ইয়ো ইয়ো টেস্টের পর বছর দেড়েক আগে দায়িত্ব পাওয়া ফিটনেস কোচ নাথান কেলির অধীনে ক্রিকেটাররা এখন দিচ্ছেন ‘টাইম ট্রায়াল’ টেস্ট। কদিন আগে নাহিদ রানা ১৬০০ মিটার দৌড়েছিলেন ৫ মিনিট ৩১ সেকেন্ডে।

আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কেলি বললেন নাহিদ-মিরাজ-শান্তদের তিনি গড়ে তুলতে চান অ্যাথলেটিক ক্রিকেটার হিসেবে, ‘‘যে স্পোর্টসেই খেলুন না কেন আপনাকে ভালো অ্যাথলেট হতে হবে। ফিট হতে হবে, পাওয়ারফুল হতে হবে। শীর্ষ দুই ক্রিকেট ন্যাশন দেখুন, তাদের সবাই ফিট এবং পাওয়ারফুল অ্যাথলেট। তারা হোক ফুটবল খেলোয়াড়, রাগবির খেলোয়াড়। অ্যাথলেটদের নেচার দিন শেষে একরকম। আমরা অ্যাথলেটিক ক্রিকেটার চাই। যা তাদের ভালো খেলার স্বাধীনতা দিবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও আরও ভালো হবে। মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফাস্ট বোলাররা দীর্ঘ স্পেল করতে হবে।’’

ফিটনেস কোচ নাথান কেলি।

কেলি আরও যোগ করলেন, ‘‘ছেলেরা এখন অনেক টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে। তাদের শুধু ক্রিকেটে উন্নতি করলেই হবে না, অ্যাথলেট হিসেবেও উন্নতির জায়গা আছে। ছেলেরা অনেক কঠোর পরিশ্রম করছে।’’

‘টাইম ট্রায়াল’কে বেছে নেওয়ার কারণ হিসেবে কেলি বললেন, ‘‘আপনি যখন ইয়ো-ইয়ো বা বিপ টেস্ট করান, তখন খেলোয়াড়রা খুব অল্পের জন্য পিছিয়ে যায় কখনও কখনও। তাদের তখন থামিয়ে দিয়ে বলা কঠিন হয়ে যায় যে তোমার টেস্ট শেষ। টাইম ট্রায়ালে ভালো জিনিস হচ্ছে, ঘড়ি মিথ্যা কথা বলে না। আমার অভিজ্ঞতা হচ্ছে, যারা ইয়ো ইয়ো বা বিপ টেস্টে পাস করে, তারা টাইম ট্রায়ালেও জেতে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত