Beta
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের সঙ্গে দেখা করতে কেন ঘুরপথে নেতানিয়াহু

netanyahu-israel-president-260925-02
[publishpress_authors_box]

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সব রাষ্ট্রনেতাই যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে েপৗঁছে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

তবে তার এবারের সফর যতটা না জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা রাখার জন্য, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য।

এই সাধারণ অধিবেশনের ঠিক আগেই যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, সমালোচনা করছে ইসরায়েলের গাজা অভিযানের।

এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নেতানিয়াহু; তবে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে কথা বলার পরই তিনি পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের জবাব দেবেন।

বহুল আলোচিত সেই সাক্ষাতের জন্য বুধবার রাতে নেতানিয়াহু যখন তেল আবিব থেকে রওনা হলেন, তখন তার বিমানের গতিপথ স্বাভাবিক পথ অনুসরণ না করায় তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল।

ধারণা করা হচ্ছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা থাকায় সম্ভাব্য গ্রেপ্তারের ঝুঁকি এড়াতেই ইউরোপের আকাশ এড়িয়ে অপ্রচলিত পথ ধরেছিল নেতানিয়াহুকে বহনকারী বিমানটি।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

যদি নেতানিয়াহু আইসিসির সদস্য ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা দিয়ে যান, তবে তাকে নামতে বাধ্য করা কিংবা গ্রেপ্তার করার সুযোগ রয়েছে।

তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয়। ফলে ইসরায়েলে যেমন তিনি মুক্ত, তেমনি যুক্তরাষ্ট্রেরও আইসিসির আদেশ মেনে চলার কোনও বাধ্যবাধকতা নেই।

সাধারণত ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলো ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে নিউ ইয়র্কে যায়।

কিন্তু ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে, নেতানিয়াহুর সরকারি বিমান ‘উইংস অব জায়ন’ তার পরিবর্তে ভূমধ্যসাগরের ওপর দিয়ে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিকে গেছে।

ফ্লাইটরাডার২৪ দেখিয়েছে, ফ্লাইটটি সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রিস ও ইতালির ওপর দিয়ে গেলেও এরপরই তা দিক পরিবর্তন করে এবং ফ্রান্স ও স্পেনের আকাশপথ এড়িয়ে অনেকটা ঘুরপথে যায়।

ঘুরপথে যাওয়ার কারণে নেতানিয়াহুর ফ্লাইটটিকে প্রায় ৩৭৩ মাইল অতিরিক্ত পথ উড়তে হয়েছে।

অথচ গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়ও গ্রিস, ইতালি ও ফ্রান্সের ওপর দিয়ে গিয়েছিলেন নেতানিয়াহু।

এবার কেন ফ্লাইটের দিক পরিবর্তন হলো, সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর কোনও কারণ জানায়নি।

দুই সপ্তাহ আগে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছিল যে আসন এবং নিরাপত্তা সম্পর্কিত কিছু বিষয়ের কারণে সাংবাদিক এবং সফরসঙ্গীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন না।

ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র সিএনএনকে জানিয়েছে, তাদের আকাশপথ ব্যবহারের জন্য ইসরায়েল অনুরোধ জানিয়েছিল।

“কিন্তু শেষ পর্যন্ত তারা অন্য রুট বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেন নিয়েছে, তা আমরা জানি না,” বলেন ওই ফরাসি কর্মকর্তা।

পর্যবেক্ষকরা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে সম্ভাব্য যে কোনও ঝুঁকি এড়াতে জ্বালানি খরচ বেশি হলেও নেতানিয়াহুর ফ্লাইট ঘুরপথ বেছে নেয়।

ইউরোপের বেশ কয়েকটি আইসিসি সদস্য রাষ্ট্র এরই মধ্যে জানিয়েছে যে তারা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য, ফলে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।

আয়ারল্যান্ড জানিয়েছে, নেতানিয়াহু তাদের মাটিতে পৌঁছলে তারা তাকে গ্রেপ্তার করবে। স্পেনও আইসিসির তদন্তে সহযোগিতা করার অঙ্গীকার করেছে। অবশ্য ফ্রান্স তাকে গ্রেপ্তার করবে না বলে আশ্বস্ত করেছিল।

নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। কয়েকদিন পরই তিনি ওয়াশিংটন যাবেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

তথ্যসূত্র : সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত