Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চুলের নতুন স্টাইলে দুই বছর পর জোড়া গোল নেইমারের

neymer
[publishpress_authors_box]

পায়ের কারকাজে মাতিয়ে রাখাটা পছন্দ নেইমারের। আলোচনায় আসেন চুলের স্টাইলেও। তবে সান্তোসে নাম লেখানোর পর চোট পিছু ছাড়ছিলই না তার। অবশেষে ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মেলে ধরলেন নিজেকে।

চুলের সতুন স্টাইলে চমকে দিয়েছিলেন শুরুতে। এরপর জোড়া গোল করে জেতালেন সান্তোসকে। জুভেন্তুদের বিপক্ষে নেইমারের জোড়া গোলে সান্তোস জিতেছে ৩-১ ব্যবধানে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আজই প্রথম জোড়া গোল করলেন নেইমার। প্রায় দুই বছর আগে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে সবশেষ দুবার জালে বল পাঠিয়েছিলেন তিনি।

৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় সান্তোস। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে ২-০ ব্যবধানের লিড পায় তারা। বিরতির আগেই অবশ্য এক গোল ফেরায় প্রতিপক্ষ।

৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এবারের লিগে নেইমারের গোল এখন ৩টি। শেষ ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে সান্তোস। এই জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে উঠে এল সান্তোস।

জোড়া গোল করার পাশাপাশি নেইমার দিয়েছেন নিজের ফিটনেসের প্রমাণও। বেশ কিছু সুযোগও তৈরি করেন নেইমার। ৫২ মিনিটে হলুদ কার্ড দেখলেও পুরো সময়ই মাঠে ছিলেন। গত ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ৬ গোল করলেন নেইমার।

২০২২ সালের পর টানা পাঁচ ম্যাচ পুরো সময় মাঠে থাকলেন এই ব্রাজিলিয়ান। তাতে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি জাতীয় দলে বিবেচনা করতেই পারে তাকে।

ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়ে ৩৩ বছর বয়সী নেইমার ম্যাচ শেষে বললেন, ‘‘সবাই জানে আমার স্টাইল। এখন পাওয়া যাবে আমাকে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। তবে সিদ্ধান্তটি তাদের।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত