ঈদের ছুটি উপভোগ্য করে তুলতে কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুবান্ধবের সঙ্গে। ছবি : হারুন-অর-রশীদগাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণি ও পাখি দেখছেন তারা। ছবি : হারুন-অর-রশীদএদিন সবচেয়ে বেশি ভিড় দেখা যায় বাঘ-সিংহের খাঁচার সামনে। ছবি : হারুন-অর-রশীদদর্শনার্থীদের বড় অংশ শিশু ও কিশোর-কিশোরী। ভিড় দেখা যায় শিশুদের জন্য থাকা রাইডগুলোতেও। ছবি : হারুন-অর-রশীদ