পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হলো আসিফ আফ্রিদির। তাকে ঐতিহাসিক টেস্ট ক্যাপটি মাথায় পরিয়ে দেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্কোয়াডেও ছিলেন আসিফ আফ্রিদি। তবে একাদশে জায়গা হয়নি। রাওয়ালপিন্ডিতে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে স্বপ্নপূরণ হলো বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারের। গত ৭০ বছরে তার চেয়ে বেশি বয়সী খেলোয়াড় আর টেস্ট খেলেননি পাকিস্তানের হয়ে।
আসিফের চেয়ে চেয়ে বেশি বয়সে পাকিস্তানে টেস্ট অভিষেক হয়েছে শুধু অফ স্পিনার মিরান বখশ, অপরজন আমির এলাহি।
১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোর টেস্টে অভিষেকের সময় মিরান বখশের বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন! আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে অভিষেকের সময় আমির এলাহির বয়স ছিল ৪৪ বছর ৪৫ দিন। আমির এলাহি অবশ্য ১৯৪৭ সালে টেস্ট খেলেছিলেন ভারতের হয়েও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ প্রথম টেস্টের প্রথম দিন পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে। অধিনায়ক শান মাসুদ করেছেন সর্বোচ্চ ৮৭ রান। আব্দুল্লাহ শফিক করেছেন ৫৭ রান। আর দিন শেষে সৌদ সাকিল অপরাজিত ৪২ রানে। কেশব মহারাজ নিয়েছেন ২ উইকেট।