Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রকিবুল-রাব্বির দৃঢ়তায় সিরিজ জিতল বাংলাদেশ

রাব্বির ফিফটিতে ২২৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
রাব্বির ফিফটিতে ২২৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
[publishpress_authors_box]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটা করে জয় ছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩ উইকেটে, দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা ১০ রানে। দুই ম্যাচেই হয়েছিল ৩০০ ছড়ানো স্কোর। সেই রাজশাহীর শহীদ কামারুজ্জান স্টেডিয়ামে আজ (শুক্রবার) সিরিজের শেষ ম্যাচটা হয়েছে লো স্কোরিং।

শুরুতে ব্যাট করে আকবর আলীর দল অলআউট মাত্র ২২৫ রানে। বাংলাদেশ অলআউট হয়েছে ২৫ বল বাকি থাকতে। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৩৮.২ ওভারে ১৯১ রানে। ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

শেষ ম্যাচে ব্যাটে-বলে অনন্য ছিলেন বাংলাদেশি স্পিনার রকিবুল হাসান। ৪২ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন তিনি। আর মাহফুজুর রাব্বি ৫৮ রান করার পাশাপাশি নেন ২ উইকেট।

যুব দলের সাবেক তারকা রকিবুল নেমেছিলেন ১০ নম্বরে। ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের স্কোরটা ২২৫-এ পৌঁছায় রকিবুল ও মাহফুজুর রাব্বির দৃঢ়তায়। নবম উইকেটে দুজন গড়েন ৮৪ রানের জুটি।

নবম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন রকিবুল ও রাব্বি।

 ৪০ বলে ৫ বাউন্ডারি ২ ছক্কায় রকিবুল করেছিলেন ৪২ রান। আর মাহফুজুর খেলেন ৭৭ বলে ৫৮ রানের ইনিংস। ৩ উইকেট সেসোনা সেপোর। জবাবে শুরুতেই রকিবুলের স্পিনে দিশেহারা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারকেই বোল্ড করার পাশাপাশি রকিবুল বোল্ড করেন চার নম্বরে নামা আন্দিলে চার্লসকেও। ব্যাট হাতে ফিফটি করা মাহফুজুর রাব্বি নেন ২ উইকেট। ওয়াশি সিদ্দিকীর শিকারও ২ উইকেট।

৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা। তাইয়ান মাইকেল ৩৪ বলে ৪০ করায় বিপর্যয় এড়ায় তারা। শেখ জীবনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর ১৯১ রানে অলআউট সফরকারীরা। ১০ ওভারে ২ মেডেনসহ ২৬ রানে ৪ উইকেট নেন রকিবুল হাসান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত