ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা রশিদ খান। টি-টোয়েন্টিতে এই লেগ স্পিনারের কদর বিশ্বজুড়ে। বাংলাদেশেও আছেন রিশাদ হোসেন নামের কার্যকরী এক লেগ স্পিনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের পিএসএলে নিজের জাত চিনিয়েছেন তিনি। নিয়েছেন ৭ ম্যাচে ১৩ উইকেট।
লেগ স্পিনার হওয়ায় অনেকে রিশাদের তুলনা করেন রশিদ খানের সঙ্গে। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ রশিদের সঙ্গে মিল পান না রিশাদের। বিগ ব্যাশের পডকাস্টে দলগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন ফিঞ্চ। সেখানেই রিশাদকে নিয়ে বললেন, ‘‘যাদের বোলিং দেখেছি, তাদের কারও সঙ্গে তুলনা করতে চাইলে নিউজিল্যান্ডের ইশ সোধির সঙ্গে তুলনা করব। রশিদ খান জোরের ওপর স্টাম্পে বল করে। রিশাদ আলাদা। সে বল হাওয়ায় ভাসাবে, দারুণ গুগলি আছে, গতির ব্যবহার করে।’’
হাওয়ায় ভাসিয়ে বল করা আর গতি কমানো-বাড়ানো রিশাদের প্রধান শক্তি হওয়ায় তার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংও। অ্যারন ফিঞ্চ বললেন সেটাই, ‘‘আধুনিক লেগ স্পিনারদের চেয়ে রিশাদ একটু আলাদা। ও হাওয়ায় ভাসিয়ে বল করতে পছন্দ করে। চাপে থাকলে বলের গতি কমায়। দারুণ একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে রিশাদ। রিশাদকে নিয়ে রিকি পন্টিংও ভালো ভালো কথা বলে।’’
বিগ ব্যাশের হোবার্ট হ্যারিকেনস এবারও ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে রিশাদকে। ইংল্যান্ডের আরেক লেগ স্পিনার রেহান আহমেদকে নিয়েছে দলটি। দুজন লেগ স্পিনার নেওয়ার কারণ হিসেবে হোবার্টের অধিনায়ক নাথান অ্যালিস বললেন, ‘‘মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে রিশাদ ও রেহানকে নিয়েছি। রিশাদকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আমরা। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে।’’