Beta
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

উইকেট আর রিশাদের টেস্ট সম্ভাবনা নিয়ে যা বললেন মুশতাক

12
[publishpress_authors_box]

টানা হারের বৃত্ত থেকে বের হয়েছে বাংলাদেশ। এর কৃতিত্ব অনেকে দিচ্ছেন মিরপুরের রহস্যময় কালো উইকেটকে। তবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানালেন মিরপুরের চেয়েও বেশি কালো উইকেট দেখেছেন তিনি।

১৯৯৯ সালের স্মৃতিচারণ করেন মুশতাক। সে বছরের ফেব্রুয়ারিতে দিল্লি টেস্টে ভারতের কাছে ২১২ রানে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলের বোলিং তোপে পড়ে ২০৭ রানে অলআউট হয় সফরকারী দল। ১০ উইকেটই নিয়েছিলেন কুম্বলে। মুশতাকের দাবি, সে ম্যাচের উইকেট মিরপুরের চেয়েও বাজে ছিল।

আজ সংবাদ সম্মেলনে মুশতাক বললেন, ‘‘আমার ক্যারিয়ারে মিরপুরের চেয়ে কালো উইকেট অনেকবার দেখেছি। অনিল কুম্বলে যেবার ইনিংসে ১০ উইকেট পেল, সেই উইকেট মিরপুরের চেয়ে বাজে ছিল।’’

রিশাদকে টেস্টে দেখতে চান মুশতাক।

তিনি আরও যোগ করেন, ‘‘এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু উত্তেজনা আপনার ভালো করার প্রক্রিয়া ভুলিয়ে দিতে পারে। প্রক্রিয়া-ই সব। উইকেট পেতে হলে ভালো ওভার করতে হয়, শুধু ভালো বোলিং নয়। ঘোরানো পিচে আমার বার্তাটি সহজ। ভালো বোলিং করো, উইকেট আসবেই।’’

প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেন নিয়েছেন ৬ উইকেট। টি-টোয়েন্টি আর ওয়ানডের মত রিশাদ টেস্টেও কার্যকরী হবে বলে মনে করেন মুশতাক, ‘‘১০০ ভাগ (নিশ্চিত) সে টেস্ট খেলতে পারে। কারণ, সব দলেই শেষ চার ব্যাটার এখন ব্যাট করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও, শেষের ব্যাটাররা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তার ওপর রিশাদের যে উচ্চতা ও বাউন্স, তাতে সে আরও কার্যকরী হবে। যদিও সে টেস্ট দলের অংশ নয়, তবে তার তা হতে হবে। সে জানে, যত লাল বলের ক্রিকেট খেলবে, ততই তার বোলিং আরও ভালো হবে।’’

রিশাদ হোসেনের বোলিং অনেকটাই রশিদ খানের মতো কার্যকর বলেও দাবি করলেন মুশতাক, ‘‘রিশাদের বোলিং অনেকটা রশিদের কাছাকাছি, তাই আমি চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই। রিশাদের মতো তরুণদের জন্য রশিদ, আদিল রশিদদের সাথে কথা বলা জরুরী।’’

মিরপুরে প্রথম ওয়ানডেতে রিশাদ যে সহজেই সফল হননি সেটাই মনে করিয়ে দিলেন মুশতাক, ‘‘সেটা (৬ উইকেট নেওয়া) এতটাও সহজ ছিল না। কখনও কখনও স্পিনারদের চাপের মুখে পড়তে হয়। কারণ সেরাটা দেওয়ার চাপ থাকে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত