পিএসএলে রিশাদ হোসেনের শুরুটা ছিল স্মরণীয়। চার ম্যাচে পেয়েছিলেন ৮ উইকেট। তবু টানা তিন ম্যাচ তাকে খেলায়নি লাহোর কালান্দার্স। রবিবার একাদশে ফেরার পর করাচি কিংসের বিপক্ষে নিজের জাত চেনালেন তিনি। তারপরও জেতাতে পারেননি দলকে। ডিএলএসে ৪ উইকেটে হেরেছে লাহোর। বৃষ্টিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৬৮ রানের লক্ষ্য করাচি ছুঁয়ে ফেলে ৩ বল হাতে রেখে।
৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ। ১৫ ওভারের ম্যাচে এমন বোলিং সমীহ জাগানিয়া। এই ১ উইকেটে অনন্য কীর্তিও গড়েছেন রিশাদ। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ উইকেট এখন তার। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ নিয়েছেন ৮টি করে উইকেট।
রিশাদ বোলিংয়ে আসেন করাচি ৬ ওভারে ২ উইকেটে ৬৮ তোলার পর। নিজের প্রথম ওভারে ৭ রান দিয়ে জেমস ভিন্সের উইকেট নেন তিনি।
নিজের পরের ওভারের প্রথম দুই বলে দেন ১০ রান (চার-ছক্কা)। তবে শেষ চার বলে ৩ রান দিয়ে ফিরে আসেন দারুণভাবে। রিশাদ তৃতীয় ওভারে দেন ৮ রান। শেষ ৪ ওভারে ৫৮ রান দরকার ছিল করাচির। ইরফান খান (২১ বলে ৪৮) ও মোহাম্মদ নবীর (৮ বলে ১৫) ঝড়ে ৩ বল বাকি থাকতে জিতে যায় তারা।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য বাঁচা-মরার। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হারলেই বাদ পড়তে হবে লাহোর কালান্দার্সকে।