Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শামিতের বাংলাদেশে খেলার সিদ্ধান্ত হামজাকে দেখে

s51
[publishpress_authors_box]

শামিত সোমের জন্মনিবন্ধন হয়ে গিয়েছিল আগেই। পরের ধাপ ছিল পাসপোর্ট তৈরি ও কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করা। পাসপোর্টের আগেই শামিতের কানাডার অনাপত্তিপত্র পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানাডায় বাংলাদেশি কনস্যুলেটে তিনি পাসপোর্টের আবেদনও করেছেন।

কানাডায় বাংলাদেশি কনস্যুলেট অফিসে পাসপোর্ট আবেদনের সময় শামিত কথা বলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক আবু সাদাতের সঙ্গে। কানাডার হয়ে দুই ম্যাচ খেললেও হঠাৎ বাংলাদেশের পক্ষে খেণার কারণ জানতে চাওয়া হয়েছিল তার কাছে। শামিত জবাবে বলেছেন হামজা চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি ইংল্যান্ডের বদলে বাংলাদেশের হয়ে খেলতে পারেন, তাহলে শামিত কেন নেয়? সেই কথাই বললেন শামিত সোম, ‘‘কিছু জিনিস দেখেছি যে, বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরীও এখন তাদের হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন যেতে পারব না। সে অনেক বড় খেলোয়াড়।’’

বাংলাদেশের হয়ে খেলছেন প্রবাসী আরও কয়েকজন ফুটবলার। তাদের সঙ্গে যোগাযোগের কথাও বললেন শামিত, ‘‘ বাংলাদেশ দলে থাকা ফুটবলার তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, সায়েদ ওদেরকে আগে থেকে জানি। সে কারণে আমারও আগ্রহ ছিল। সবসময় অপেক্ষা করছিলাম, ভেবেছি যে ঠিক সময়ে খেলব।’’

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শামিতকে খেলানোর জোড় প্রচেষ্টা চালাচ্ছে বাফুফে। সেটা সম্ভব হবে শুধু ফিফার অনুমোদনের পর। ফিফার অনুমতি পেতে চার মাস অপেক্ষা করতে হয়েছিল হামজাকে। সে হিসাবে শামিতকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া কঠিন। 

তারপরও তার খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সাড়া পাচ্ছেন সেটাও উল্লেখ করলেন শামিত, ‘‘আশা করি, সবকিছু ঠিকঠাক হলে  (সিঙ্গাপুরের বিপক্ষে খেলব)। খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি। আমি খুশি।’’

শামিতের বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাই বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেমন সমস্যা হয়নি হামজা চৌধুরীর বেলাতেও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত