সেই ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর শুধুই হতাশার গল্প। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা বা হেক্সার স্বপ্ন আর পূরণ হয়নি ব্রাজিলের। নতুন কোচ কার্লো আনচেলত্তি চান সেই অপূর্ণতা দূর করতে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামার আগে আনচেলত্তি জানালেন সেই স্বপ্নের কথা।
আনচেলত্তি বলেছেন, ‘‘ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ২৪ বছর হয়ে গেছে। তবে এবার সময় এসেছে। দায়িত্বটা বিশাল। তবে একটা দেশের অনুপ্রেরণা বড় পার্থক্য গড়ে দিতে পারে।’’
নেইমার চোটের জন্য বাদ পড়েছে বলে দল ঘোষণার সময় জানিয়েছিলেন আনচেলত্তি। তবে নেইমার জানান চোট নয় কৌশলগত কারণে বাদ দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে বিতর্ক না বাড়িয়ে আনচেলত্তি জানালেন, ‘‘কৌশলগত সিদ্ধান্ত ছিল এটা, যা অনেক কিছু ভেবে নিতে হয়েছে। নেইমারের কৌশলগত যোগ্যতা নিয়ে কারও প্রশ্নের সুযোগ নেই। আমরা প্রতিদিন ও ম্যাচে মূল্যায়ন করি শারীরিক ফিটনেস। এটা শুধু তার জন্য নয়, সবার বেলায় প্রযোজ্য।’’

আনচেলত্তি আরও যোগ করেন, ‘‘এই দলে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা। আমাদের বিশ্বাস বিশ্বকাপে খেলার মত ৭০ জন খেলোয়াড় আছে ব্রাজিল জাতীয় দলের। ২৬ জনের তালিকা দেওয়াটা হয়তো বড় ভুল হতে পারে। মান তো আছেই, তবে দলের সম্মিলিত শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
এদিকে জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান চান দলকে পঞ্চম বিশ্বকাপ জেতাতে। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি। সেই হতাশা কাটাতে চান নতুন কোচ। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই শুরু করার আগে তিনি বললেন, ‘‘আমার মনে হয়, এটি ভালো লক্ষ্য যে আমরা বিশ্বকাপ জিততে চাই। শতভাগ নিশ্চিত যে, আমার দলের কেউ অন্য কিছু বলবে না। অন্য কিছু ভাবলে তাদের এই পথচলার সঙ্গী হওয়ার দরকার নেই।’’



